সরকারি চিকিৎসক দিয়ে খালেদার সুচিকিৎসা হবে না: বিএনপি

‘সরকার পন্থী চিকিৎসকের’ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দিয়ে দলের চেয়ারপার্সন খালেদার সুচিকিৎসা হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপি।

রোববার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এসব কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ড নিয়ে আমরা অসন্তুষ্ট। সরকার পন্থী চিকিৎসক দিয়ে আমাদের নেত্রীর (খালেদা জিয়া) সুচিকিৎসা হবে না। আমরা তাদের ওপর আস্থা রাখতে পারছি না।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখনো আমাদের নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে নতুন নতুন মেডিকেল বোর্ড গঠন করার দাবি জানাচ্ছি। যাতে তার যথাযথ চিকিৎসা হয়। কারণ তিনি খুবই অসুস্থ।’

গত ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দলের প্রতিনিধিদের সাথে বৈঠক প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘আসাদুজ্জামান খান মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেন। কিন্তু শুধু সরকারি চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করায় আমরা হতাশ হয়েছি।’

আজকের বাজার/এমএইচ