সাড়ে তিন মাস পর কাশ্মীরে ট্রেন চলাচল শুরু

দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতের কাশ্মীরে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি ও কঠোর বাধানিষেধ আরোপের পর সাড়ে তিন মাস কেটে গেলেও জনজীবন স্বাভাবিক হতে পারেনি। এখন এ ব্যাপারে প্রশাসনের ওপরে দেশ বিদেশ থেকে চাপ আসছে। শেষপর্যন্ত রবিবার কাশ্মীরের বারামুল্লা থেকে শ্রীনগর হয়ে বানিহাল পর্যন্ত পুরো রেলপথে ট্রেন চালু করা হয়েছে।

রবিবার একটি ট্রেন চললেও সোমবার থেকে দু’টি ট্রেন চলবে, সকাল ১০টায় আর বেলা ৩টায়। এছাড়াও কাশ্মীর উপত্যকায় কিছু কিছু মিনিবাস আর অটো চলেছে। নানা জায়গায় সাপ্তাহিক হাট বসেছিল, অনেক লোক সেখানে কেনাকাটা করতে ভিড় করেন, তবে বেলা ১২টা বাজতেই দোকানপাট তুলে দিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে চলে যান।

এরই মধ্যে সাধারণ মানুষের মন জয় করতে নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল গিরীশ চন্দ্র মুর্মু ১ লাখ ৩০ হাজার কাশ্মীরির বকেয়া পেনশন মঞ্জুর করে দিয়েছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচি ও জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে এই পেনশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দরিদ্র পরিবারের মানুষদের।সূত্র: ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান