সাতক্ষীরায় সরদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসক প্রশাসন থেকে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় গতকাল সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সাতক্ষীরায় জেলা প্রশাসনের কাছ থেকে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় সদর উপজেলার ঘোনার মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিক রজব আলীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।