সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বার দরবৃদ্ধির তালিকায় রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। এর আগের সপ্তাহেও এই কোম্পানিটি লেনদেন সেরা হয়েছিলো।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ০৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সায় ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়। দিনভর দর ৫১ টাকা ২০ পয়সা থেকে ৫৪ টাকার মধ্যে ওঠানামা করে।

এদিন মোট ৪ হাজার ২৬৮ বারে কোম্পানিটির ২৬ লাখ ৯৯ হাজার ২৬৭টি শেয়ার হাতবদল হয়। তালিকাভুক্তির পর এর সর্বোচ্চ দর ছিল ৬৬ টাকা এবং সর্বনিম্ন ৪১ টাকা ২০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৩ কোটি ৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি টাকা।

টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানি,

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, লিগ্যাসি ফুটওয়্যার, কুইন সাউথ টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রাসেল/