সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহে মুন্নু সিরামিক লিমিটেড-এর দর বেড়েছে ২৩ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৯ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৭ দশমিক ০১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৬ দশমিক ০৬ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৪ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ড্যাফোডিল কম্পিউটার্সের দর বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ দশমিক ১৩ শতাংশ, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্সর ৪ দশমিক ৭৬ শতাংশ, ইবনে সিনার ৪ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৪ দশমিক ১৯ শতাংশ, বাটা সু’র দর বেড়েছে ৪ দশমিক ১৭ শতাংশ ৪ দশমিক ১৮ শতাংশ।

আজকের বাজার / এ.এ