সাভারে আ’লীগ- যুবলীগের গোলাগুলি, আটক ৩

Savar

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন।

মঙ্গলবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাইসেন্সকৃত ৩টি শটগান ও কয়েক রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়াকৈর গ্রামে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যা ও সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের মধ্যে সংঘর্ষে বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থল থেকে সেলিম মণ্ডল, সামাদ মোল্ল্যা ও বিরুলিয়ার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিসকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, প্রাথমিকভাবে সংঘর্ষ ও গোলাগুলির বিষয়ে জানতে ওই তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আজকের বাজার/ এমএইচ