সিউলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা বাতিল কিমের

উত্তর কোরীয় নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানায়।
উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোর দায়ে সম্প্রতি পিয়ংইয়ং সিউলের তীব্র সমালোচনা করে আসছে। উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারীরা সাধারণত সিউল সীমান্তে পিয়ংইয়ং বিরোধী এসব লিফলেট ছড়ায়।
এদিকে গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের সীমান্তের অংশে দুই কোরিয়ার সম্পর্কের প্রতীক লিঁয়াজো অফিস গুঁড়িয়ে দিয়েছে।ওই সময়ে দেশটির সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একাধিক সেনা পদক্ষেপ নেবে।
কিন্তু উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে কিম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে উত্তর কোরিয়া আরো বলছে, পাল্টা পদক্ষেপ হিসেবে তারা সিউল বিরোধী লাখ লাখ লিফলেট দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত রেখেছে।