সিডনিতে ৮০ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

৮০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রায় পুড়ছে অস্ট্রেলিয়ার পর্যটন ও ব্যবসায়িক শহর সিডনি।
রোববার বিকাল ৩টার দিকে শহরটির পেনরিথ এলাকার তাপমাত্রা রেকর্ড ৪৭ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছায়, ১৯৩৯ সালের পর যা সর্বোচ্চ।
প্রচণ্ড গরমে স্থানীয় অধিবাসীদের কাজ ছাড়া ঘরের বাইরে যেতে অনুৎসাহিত করা হয়েছে। এ সময় বেশি বেশি তরল খাবার নেয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
অতিরিক্ত গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাইওয়েগুলোতে গাড়ির সংখ্যা কমে আসে।
রোদের তাপ থেকে বাঁচতে অনেককেই রাস্তার আশপাশের শপিংমল ও দোকানে আশ্রয় নিতে দেখা গেছে। গা জুড়াতে অসংখ্য মানুষ ছুটছেন সমুদ্র সৈকতে।
রোববারের আগে ২০১৩ সালে সর্বশেষ সিডনির তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে।
তাপমাত্রার কারণে সিডনি ও এর আশপাশের এলাকায় জরুরি অগ্নি সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া ব্যুরোর ধারণা, রোববার বিকালের শেষে সিডনির সমুদ্র তীরবর্তী এলাকায় তাপমাত্রা কমে আসতে পারে; শহরের অন্যান্য অংশে তাপ নামবে সন্ধ্যার পর।

আজকের বাজার: ওএফ/ ৮ জানুয়ারি ২০১৮