সিরিয়ায় বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার

সিরিয়ায় বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স(ওপিসিডব্লিও)। রয়টার্স’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুধবার (১৬ মে) পরীক্ষা নিরীক্ষার পর ওপিসিডব্লিও জানিয়েছে গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় নিষিদ্ধ ক্লোরিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে।

তবে সরকার নাকি সরকার বিরোধীরা ইদলিবের সারকিবে রাসায়নিক হামলা চালিয়েছিল সে সম্পর্কে কিছু বলেনি ওপিসিডব্লিও।

ওপিসিডব্লিও’র তদন্তকারী দল বলেছে, সিরিয়ার সারাকিবে সিলিন্ডার থেকে ক্লোরিন গ্যাস ছেড়ে দেওয়া হয়েছিল। রাসায়নিক হামলার পর বহু লোক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সারাকিবে দুটি খালি সিলিন্ডার পাওয়া গেছে যেগুলোকে পরীক্ষা করে জানা গেছে সেগুলোতে ক্লোরিন গ্যাস ছিল।

আজকের বাজার/একেএ