সিলভার পরিবর্তে কাউকে দলে নিবেন না গার্দিওলা!

মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা। কিন্তু তার পরিবর্তে কোন খেলোয়াড়কে দলভুক্তি না করার ইঙ্গিত দিয়েছেন পেপ গার্দিওলা।

প্রিমিয়ার লিগে ১০ বছর কাটানোর পর ইতোমধ্যেই ইতিহাদ স্টেডিয়াম থেকে ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডার। গত দুই আসরে টানা দুটি লিগ শিরোপা জয়ে মূল ভূমিকা রেখেছেন সিলভা। কিন্তু গার্দিওলা বলেছেন আরেকজন এ্যাটাকিং মিডফিল্ডার দলে নেবার কোন ইচ্ছা তার নেই। এ সম্পর্কে সিটি বস বলেন, ‘আমার মনে হয়না এই পজিশনে আমাদের আর কারো প্রয়োজন আছে। যে কারণে চুক্তির ব্যপারে কোন সিদ্ধান্ত এখনো হয়নি। মৌসুম শুরুর আগে পরিকল্পনা পরিবর্তিত হতে পারে। আগমী ছয় মাসে সবকিছু নির্ভর করবে। তবে আমার অন্য ইচ্ছা আছে। দেখা যাক মৌসুম শেষে কি হয়।

আমার হাতে এই পজিশনে অনেকেই আছে, বার্নান্ডো সিলভা, ফিল ফোডেন, ইকে গুনডোগান, কেভিন ডি ব্রুইনা সকলেই এই পজিশনে খেলতে পারে। এই মুহূর্তে আমার পরিকল্পনা এটাই।’

জানুয়ারিতে ৩৪ বছরে পা রাখতে যাচ্ছেন সিলভা। কিন্তু ইতিহাদ স্টেডিয়াম ছেড়ে গেলেও আরো কিছুদিন তিনি খেলা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে নিজের সিদ্ধান্ত পরিবর্তিত হলে গার্দিওলা আবারো সিটিজেন শিবিরে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন।

আজকের বাজার/লুৎফর রহমান