সিলেটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ ও আলোচনা

শোকের মাসের শেষদিনে সিলেটে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নগরীর দি এইডেড হাইস্কুলে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শমসের আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সাইন্স বিভাগের অধ্যাপক ড. মাসতাবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, আয়োজক সংগঠন ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ এর সভাপতি কাসমির রেজা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন অমিত ত্রিবেদী। অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন আল আমীন এবং ফাহমিদা খান ঊর্মী।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ আলোকে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।