সিসিকের খাদ্য ফান্ড থেকে সহায়তা পেল ৫১,২০০ পরিবার

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) খাদ্য ফান্ড থেকে এ পর্যন্ত নগরের ৫১ হাজার ২০০ পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। গত ৩১ মার্চ থেকে প্রতিদিন রাতে বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এ ফান্ড থেকে। শুক্রবার রাতে নগররের ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে নাগরিকদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আজম খান, তাকবির ইসলাম পিন্টু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ।

এছাড়া একই রাতে খাদ্য ফান্ডের আওতায় সিটি করপোরেশনের ৩, ১৮, ১৯, ২০, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসব ওয়ার্ডে ২০ হাজার ১শ পরিবার খাদ্য সামগ্রী সহায়তা পেয়েছেন। প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও আধা কেজি লবণ প্রদান করা হয়েছে। সিটি করপোরেশনের দুর্যোগ মোকাবেলা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে সংকটকালীন এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে নাগরিকদের ঘরে ঘরে।

করোনার সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক দীর্ঘ ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় সিলেট সিটি করপোরেশন এলাকায় অবস্থানকারী নাগরিকদের খাদ্য সংকট নিরসনে এই ফান্ড গঠন করে সিলেট সিটি করপোরেশন। খাদ্য ফান্ডে যারা আর্থিক ও খাদ্যপণ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঘরে অবস্থানের আহ্বান জানান তিনি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। ইতিমধ্যে প্রবাস ফেরত যেসব নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকতে প্রশাসন নির্দেশ দিয়েছে, তাদের সেই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে নগরবাসীকে জনসমাগম এগিয়ে চলতে এবং প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার