সুদানে শান্তিরক্ষা মিশনে ১৪০ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে (BANFPU-2) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ত্যাগ করেছে।

পুলশি সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রোববার ভোরে শান্তিরক্ষী দলটি ইউএন চার্টার ফ্লাইটে দারফুরের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

উল্লেখ্য, বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রায় এক হাজার সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

আসবে। এর আগে কিছু করার নেই।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭