সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। লেনদেনের আড়্দাই ঘন্টা পর মোট লেনদেন ছাড়িয়েছে ২২৮ কোটি টাকা। সেই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই দর হারিয়েছে ।

বাজার বিশ্লেষন করে দেখা গেছে, দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৫৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৫০ টির, বেড়েছে ১৪০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৩ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ১৮৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৯ টির,দর বাড়ে মাত্র ৫৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৩টির দর।