সেই ‘পাচঁ শিশু’ বাবর আজমের অধীনেই খেলবেন মালিক

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন শোয়েব মালিক। ১৪ অক্টোবর ১৯৯৯ সালে শোয়েব মালিকের অভিষেক হওয়ার সময় পাকিস্তানের বর্তমান সেরা ব্যাটসম্যান ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক বাবর আজমের বয়স ছিল মাত্র ৫ বছর।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক হয়ে টস করতে নামবেন বাবর আজম। আর তার নেতৃত্বে মাঠে নামবেন ১ ফেব্রুয়ারি ৩৮ বছরে পা রাখতে যাওয়া অলরাউন্ডার শোয়েব মালিক।

দুই দশক যাবত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন শোয়েব মালিক। ১৯৯৯ সালের ১৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শোয়েব মালিকের। আর বাবর আজমের জন্ম ১৫ অক্টোবর ১৯৯৪। মানে তার বয়স তখন মাত্র ৫ বছর!

এ দিকে, শোয়েব মালিকের অভিষেকের প্রায় ১৫ বছর পর ৩১ মে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে বাবর আজমের। উল্লেখ্য, অভিষেক ম্যাচে শোয়েব মালিক খেলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের নেতৃত্বে। সময়ের সাথে পাল্লা দিয়ে, নেতৃত্বের হাত ঘুরে-ফিরে ২০ বছর পর মালিক এবার খেলবেন বাবর আজমের নেতৃত্বে।

আজকের বাজার/আরিফ