সেতু বিভাগের উন্নয়ন ব্যয় কমছে

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সেতু বিভাগ খাতে মোট ৮ হাজার ৪৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা চলতি অর্থবছরের জন্য এই খাতে বরাদ্দের তুলনায় ৮৫৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন তিনি।

২০১৭-১৮ অর্থবছরের জন্য সেতু বিভাগ খাতে মোট ৮ হাজার ৪৩০ কোটি টাকা বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৮ হাজার ৪০৪ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সেতু বিভাগের জন্য মোট ৯ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৩১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৯ হাজার ২৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।

এই হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে সেতু বিভাগে বরাদ্দ ৮৫৮ কোটি টাকা কমানো হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে সেতু বিভাগে মোট ব্যয় দেখানো হয়েছে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৩১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৬ হাজার ৫২৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭