সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে য়্যুভেন্তাসকে হারিয়ে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে জিদানের দল।রোনালদোর দুর্দান্ত ফিনিশিংয়ে য়্যুভেন্তাসকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

য়্যুবদের হোম ভেন্যু তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটেই ইসকোর অ্যাসিস্ট থেকে রোনালদোর গোল, লিড মাদ্রিদ জায়ান্টদের। রেকর্ড বুকে আবারো সিআর সেভেন। এই গোল করার ফলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার।

ম্যাচের ৬৪ মিনিটে আসে চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অব দ্যা গ্রেট মোমেন্ট, দানি কারভাহালের ক্রস থেকে বাইসাইকেল কিক রোনালদোর। আলিয়াঞ্জ স্টেডিয়ামের দর্শকরা বুঁদ হয়ে দেখে সিআর সেভেনের শূণ্যে উড়ে ফ্লাইং অ্যাক্রোবেটিক কিক। কিচ্ছু করার ছিলনা জিয়ান লুইজি বুফনের।

পিছিয়ে পড়ে দিশেহারা তুরিনোর ওল্ড লেডিরা। কারভাহালের বুকে বুট লাগানোর মতো অন্যায় করে বসেন পাওলো দিবালা। ২য় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন য়্যুভেন্তাস অ্যাটাকার। মিনিট দুই পরে রোনালদোর সঙ্গে সহজ বোঝাপড়ায় গোল করেন মার্সেলো। ৩-০ গোলের জয়ের সঙ্গে ৫৬ বছর ধরে য়্যুভেন্তাসের মাঠে জয়হীন থাকার আফসোস পুরো করলো জিদান শিষ্যরা।

আজকের বাজার/আরজেড