সেরা আর্জেন্টিনাকে দেখা যাবে নাইজেরিয়ার বিপক্ষে

নাইজেরিয়ার বিপক্ষেই সেরা আর্জেন্টিনা দলকে দেখা যাবে বলে জানিয়েছন আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসা।

তবে তিনি এটাও বলেছেন, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্স। এর পরেই সমালোচনায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। কোচের ভূমিকা এবং খেলোয়াড়দের নিঙরে দেওয়া নিয়ে কথা ওঠে সবখানে। আর্জেন্টিনার এমন বাজে পারফরম্যান্স বিশ্বকাপে আর দেখা যায়নি। মেসির অধীনে এমন হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে ফুটবল অনুরাগীদের।

সদ্যই ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের কোচ হয়েছেন ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউট গরম করা মার্সেলো বিয়েলসা। দলের প্রতি অগাধ বিশ্বাসও রয়েছে তার।

তিনি বলেন, ‘আমার দলের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি, মেসির অধীনের দলের খেলোয়াড়দের কোয়ালিটি আরো প্রতীয়মান হবে। এই কোচিং স্টাফদের অধীনেই তারা ভালো করবে।’

আর্জেন্টিনার কোচের পদ ছাড়লেও কোচিং চালিয়ে গেছেন বিয়েলসা। দীর্ঘদিন ছিলেন ফ্রেঞ্চ ক্লাব মার্শেইর কোচ। আর্জেন্টিনা নিয়ে বলেন, ‘আর্জেন্টিনার কোচিং স্টাফের ওপর আমার বিশ্বাস রয়েছে এবং খেলোয়াড়দের ওপরেও। আমি খুবই উত্তেজিত নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। আশা করছি, আমাদের সেরা খেলাটাই এই ম্যাচে দেখব।’

আজকের বাজার/আরআইএস