হাক্কানী পাল্পের টিস্যু উৎপাদন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড নতুন বছরে বাণিজ্যিকভাবে টিস্যু উৎপাদন শুরু করেছে । আজ ১ জানুয়ারি মঙ্গলবার থেকে উৎপাদন শুরু হয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, গত বছরের ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির টিস্যু ইউনিটে টিস্যু উৎপাদনের ট্রায়াল দেয়। টিস্যু উৎপাদন পক্রল্প ব্যয় প্রথমে ১৬ কোটি ৪৫ লাখ টাকা ধরা হলেও পড়ে তা বাড়িয়ে ২২ কোটি ৪৯ লাখ টাকা করা হয়। এই প্রকল্পে দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ টন থেকে বেড়ে ২০ টন হবে জানা গেছে ।

 

আজকের বাজার/মিথিলা