হাঙ্গেরিতে নৌকাডুবিতে নিহত ৭, নিখোঁজ ২১

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিয়ুব নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার ৩৩ জন পর্যটকবাহী নৌকাটির সঙ্গে আরেকটি জলযানের সজোরে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবি।

ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র পাল জিওর্ফি জানান, নৌ দুর্ঘটনার পর সাতজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এছাড়া আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ন্যাশনাল পুলিশের মুখপাত্র ক্রিস্টফ গল জানান, নৌকায় দক্ষিণ কোরিয়ার ৩৩ জন নাগরিক ছিলেন। এর আগে প্রাথমিক প্রতিবেদনের ৩২ জনের কথা উল্লেখ করা হয়েছিল। পরে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নৌকায় তাদের ৩৩ জন নাগরিক ছিল এবং ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া দুজন ক্রু সদস্যকে হাঙ্গেরিয়ান হিসেবে শনাক্ত করা হয়েছে।

হাঙ্গেরির নৌ দুর্ঘটনায় উদ্ধারকাজে সমর্থন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

আজকের বাজার/এমএইচ