৪৮৪ বিলিয়ন মার্কিন ডলারের অন্তর্বর্তী করোনা–ত্রাণ বিলে অনুমোদন মার্কিন কংগ্রেসের

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় অন্তর্বর্তী ত্রাণ–বিলে অনুমোদন দিল মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভস্‌ কোভিড–১৯–এর ত্রাণে ৪৮৪ বিলিয়ন মার্কিন ডলারের অন্তর্বর্তী বিল অনুমোদন করেছে। এর মধ্যে যেমন ছোট ব্যবসায়ীদের জন্য অর্থ সাহায্যের প্যাকেজ রয়েছে, তেমনই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং কোভিড–১৯–এর পরীক্ষানিরীক্ষার জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতেই এই অন্তর্বর্তী ত্রাণ–বিলে স্বাক্ষর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকাতে এপর্যন্ত মোট আক্রান্ত ৮,৬০,০০০জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৯,৭৫৯জনের। মৃতের সংখ্যা ৪৯,০০০ ছাড়িয়ে যাওয়ার পরই ত্রাণ বরাদ্দ অনেক বেশি পরিমাণ ঘোষণার কথা চিন্তা করেছিল মার্কিন কংগ্রেস। কংগ্রেসের সদস্য অ্যান্টনি গঞ্জালেস বললেন, ‘‌এই পুরো দুঃসময়ে দেশের ছোট শিল্পগুলো আমরা যা চেয়েছি তাই দিয়েছে। এবার আমাদের কিছু দেওয়ার সময়। কিন্তু আমরা জানি, আরও অনেক কিছুই করতে হবে।’‌ কয়েক সপ্তাহ আগেই দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল মার্কিন কংগ্রেস।