৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন অপসারণের নির্দেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

২৩ আগষ্ট বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিটের শুনানিতে আগামী সাত দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জাতীয় সব যন্ত্রপাতি বিক্রি ও ব্যবাহারকারী প্রতিষ্ঠানের মালামাল জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া ২৭ আগস্টের পর যদি কোনো গাড়ি রাস্তায় হাইড্রোলিক হর্ন বাজায়, তাহলে সেই গাড়িও জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

গত ২২ আগষ্ট সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণে রিটটি করেন।

রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ আগষ্ট ২০১৭