৫ দিন বন্ধ থাকবে ডিএসই

ঈদের ছুটির কারনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ২১ আগস্ট মঙ্গলবার থেকে ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ তারিখ থেকে আবার পুঁজিবাজারে লেনদেন চালু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের ছুটির কারনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।

এদিন সরকারি অফিস ও আদালতের সাথে দেশের সব বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রমও।

আগামী ২৬ আগষ্ট রোববার থেকে যথাযথ নিয়মে লেনদেন শুরু হবে উভয় স্টক একচেঞ্জে।

জাকির/আজকের বাজার