৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সিলেট টেস্টে প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩৬ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৮ রানে পিছিয়ে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল  শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই শ্রীলংকাকে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৩২ রান করেছিলো টাইগাররা। মাহমুদুল হাসান জয় ৯ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূণ্য হাতে অপরাজিত ছিলেন।
আজ, দ্বিতীয় দিন ব্যক্তিগত ১২ রানে শ্রীলংকান পেসার লাহিরু কুমারার শিকার হন জয়। এরপর ৩টি চারে ভালো শুরু করা মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেনকে ১৮ রানে থামিয়ে দেন কুমারা।
শাহাদাতের বিদায়ে ক্রিজে আসেন উইকেটরক্ষক লিটন দাস। ৪টি চারে উইকেটে সেট হয়ে ২৫ রান তুলে কুমারার তৃতীয় শিকার হন তিনি।
১২৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর প্রথম সেশনের বাকী সময় অবিচ্ছিন্ন থেকে শেষ করেন তাইজুল ও মেহেদি হাসান মিরাজ। তাইজুল ৪১ ও মিরাজ ২ রানে অপরাজিত আছেন। কুমারা ৩টি ও বিশ^ ফার্নান্দো ২  উইকেট নিয়েছেন। (বাসস)