৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরি

৫ কোটি নয় বরং ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য গোপনে হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা।

ফেইসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই গ্রাহকদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

অনুমতি ছাড়া গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় কয়েকদিন আগে ক্ষমা চেয়েছিলো এ সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি। এ কারণে শেয়ার বাজারেও দর পড়ে গিয়েছিলো ফেইসবুকের।

গ্রাহকদের তথ্য বেহাতের কারণে মার্কিন সিনেটে হাউজ অব কমার্স কমিটির সামনে ১১ই এপ্রিল সাক্ষ্য দেবেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ। এই ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই তথ্য চুরি যাওয়া গ্রাহকের সংখ্যা এক লাফে বেড়ে যাওয়ায় ফেইসবুকের ওপর সমালোচনার চাপ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

আজকের বাজার/আরজেড