মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

গত ২৪শে অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দীর্ঘ দিনের জোট সঙ্গী দুই হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি ও শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে যে নাটক চলছিল, অবশেষে তার যবনিকা পতন হতে চলেছে।

এনসিপি, কংগ্রেস, শিবসেনা, প্রধানরা বা থেকে

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজী পার্কে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ভারতের বাণিজ্য রাজধানীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

তাঁর নতুন জোট সঙ্গী হয়েছে মহারাষ্ট্রের হেভিওয়েট নেতা শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি এবং কংগ্রেস। ঠিক হয়েছে, নতুন সরকারের ৪৩ জন মন্ত্রীর মধ্যে ১৫ জন করে থাকবেন শিবসেনা ও এনসিপি থেকে, আর ১২ জন কংগ্রেসের।

রাজনৈতিক আদর্শের দিক থেকে এই তিন দলের এতটাই অমিল যে, বিজেপি বলেছে, এই জোট টিঁকবে না। শিবসেনার জবাব, আঙুর ফল টক।ভিওএ

আজকের বজার/লুৎফর রহমান