টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলার নাফনদীর লাফারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, টেকনাফ বিওপি’র একটি বিশেষ টহলদল মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, লাফারঘোনা বরাবর নাফ দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত সেখানে গিয়ে পাচারকারীদের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় পাচারকারীরা নৌকাযোগে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নৌকা হতে লাফিয়ে নেমে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ২টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগগুলোর ভেতর হতে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া একটি কাঠের নৌকা জব্দ করা হয়। ত‌থ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান