আন্দোলনে ব্যর্থরা কখনো নির্বাচনে জিততে পারে না: কাদের

যারা আন্দোলন করতে ব্যর্থ হয়েছে তারা কখনো কোনো নির্বাচনে জিততে পারবে না বলে রবিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের পর রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁয় উত্তর আওয়ামী লীগের এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ মন্তব্য করেন।

‘আগাম নির্বাচনের বিষয়ে মন্তব্য করা বিএনপির পুরোনো অভ্যাস। তারা নির্বাচনের আগেই পরাজিত হয়েছে। তারা কোনো আন্দোলনে সফল হতে পারেনি… এখন কীভাবে তারা নির্বাচনে জয়লাভ করবে। আগে নির্বাচন শেষ হোক। জাতি তখন দেখবে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’বলেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যেরে প্রতি ইঙ্গিত করে কাদের বলেন,‘খালেদা জিয়া ও তারেক জিয়া কোন পরিবারের সদস্য? আমি জানতে চাই। বিএনপির নেতৃত্ব একক পরিবার থেকে এসেছে। মির্জা ফখরুল তাদের ইয়েস ম্যান হিসেবে কাজ করছেন।’

তিনি বলেন, আওয়ামী লীগে গণতন্ত্র রয়েছে এবং তিন বছরের মধ্যে তারা কাউন্সিল শেষ করতে পেরেছে। কিন্তু বিএনপি এর বিপরীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে‘পরিবারতন্ত্র’প্রতিষ্ঠা করতে চলেছে, কারণ একটি পরিবারের সদস্যরা এখন বিভিন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের মূল পদ এবং মনোনয়ন পাচ্ছেন।সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান