ঋদ্ধিমান সাহা বিশ্বের সেরা উইকেটকিপার: বিরাট কোহলি

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১ম টেস্ট। যেখানে ভারতীয় একাদশে উইকেটরক্ষক হিসাবে থাকবেন ঋদ্ধিমান সাহা। সাহাকে একাদশে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে ঋষভ পন্থ।

লাইফ লাইন পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঋষভ পন্থের বদলে খেলবেন ঋদ্ধিমান সাহা। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক। ঋদ্ধিকে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর উইকেটকিপারও বলে দিলেন বিরাট।

কাঁধের অস্ত্রোপচারের পর ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে গেলেও প্রথম একাদশে ঠাঁই হয়নি ঋদ্ধির। এদিকে ঋদ্ধিমানের অনুপস্থিতিতে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থ ক্রমাগত সুযোগ পেলেও রান করতে ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে তিন ইনিংসে পন্থ করেন ২৪, ৭ এবং ২৭ রান। আর তাই বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে পন্থের বদলে প্রথম একাদশে ঋদ্ধি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি বলেন, “ঋদ্ধিমান সাহার উইকেট কিপিং ক্ষমতা সবারই জানা। ও যখনই সুযোগ পেয়েছে তখনই ভালো খেলেছে। দুর্ভাগ্যবশতঃ চোটের জন্য অনেকদিন বাইরে থাকতে হয়েছে ওকে। আমার মতে, ও বিশ্বের সেরা কিপার।”

আজকের বাজার/লুৎফর রহমান