করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ-আইসোলেশনে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

(FILES) In this file photo taken on November 10, 2020, Britain's Prime Minister Boris Johnson arrives back at Downing Street in London after chairing the weekly cabinet meeting held at the nearby Foreign, Commonwealth and Development Office. - British Prime Minister Boris Johnson is self-isolating after someone he was in contact with tested positive for the Covid-19 virus, a spokesman said Sunday. "He will carry on working from Downing Street, including on leading the Government’s response to the coronavirus pandemic," the Downing Street spokesman added. Johnson was hospitalised with coronavirus in April. This time round "the PM is well and does not have any symptoms of COVID-19", the spokesman said. The prime minister was informed that he should self-isolate after being contacted by the country's Test and Trace scheme. The announcement came after Johnson met a small group of MPs at Downing Street on Thursday, including one who subsequently developed symptoms of Covid-19 and has now tested positive. Johnson, 56, contracted Covid-19 and was placed in intensive care where he spent three nights in April, later crediting hospital staff with saving his life. (Photo by JUSTIN TALLIS / AFP)

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সেলফ-আইসোলেশনে রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত কোন এক ব্যক্তির সংস্পর্শে আসার পর তিনি আইসোলেশনে চলে যান। রোববার এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
ডাউনিং স্ট্রীট মুখপাত্র বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ এগিয়ে নেয়াসহ তিনি ডাউনিং স্টীট থেকে এখন তার দায়িত্ব পালন করবেন।’
ওই মুখপাত্র আরো জানান, জনসন গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী ভাল আছেন এবং তার কোভিড-১৯ রোগের কোন উপসর্গ নেই।