গোপালগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

কুমিল্লা জেলা- যুগান্তর

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুলাই) গভীর রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতিসহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পিছন থেকে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মুকসুদপুর উপজেলার জুটি গ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৫), মধুখালী উপজেলার সন্ধ্যা বাগাট গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০) ও বোয়ালমারী উপজেলার কিলন্দপুর গ্রামের আহম্মেদ শেখের ছেলে আলমগীর শেখ (৩২)।

তাদের বিরুদ্ধে মুকসুদপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আজকের বাজার/একেএ