বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে টেক্সটাইল

বস্ত্র খাতের শেয়ারে লেনদেন সম্প্রতি ধারাবাহিকভাবে বাড়ছে। বিদায়ী সপ্তাহে (২-৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ার। এছাড়া গত সপ্তাহে এ খাতটির গড় লেনদেন বেড়েছে ৪৩ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। আর  সর্বনিম্নে অবস্থান করছে সাধারণ বিমা ও মিউচ্যুয়াল ফান্ড খাত।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ ছিল ওষুধ খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও কাগজ খাত। ডিএসইর মোট লেনদেনের ৯ শতাংশ ছিল এ ২ খাতের।

তার পরের অবস্থানে ছিল জ্বালানী বিদ্যুৎ ও বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ৮ শতাংশ করে ছিল এ ২ খাতের।

এছাড়া, খাদ্য খাতের ৫ শতাংশ,ব্যাংক, ট্যানারি, সিরামিক খাতে ৪ শতাংশ করে, আইটি ও এনবিএফআই খাতে ২ শতাংশ, সিমেন্ট, পর্যটন, জীবন বিমা, জুট, টেলিকউনিকেশন, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ করে ছিল।

আর মিউচ্যুয়াল ফান্ড ও সাধারণ বিমা খাতে ছিল শূন্য শতাংশ।

জাকির/একেএ