টি-২০ ইতিহাসের হ্যাটট্রিকগুলো

গতরাতে লাহোরে শ্রীলংকার বিপক্ষে টি-২০ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের ১৯ বছর বয়সী ডান-হাতি স্পিনার মোহাম্মদ হাসনাইন। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হাসনাইন। পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। তবে হাসনাইনের হ্যাটট্রিকটি হচ্ছে টি-২০ ইতিহাসের নবম।
হাসনাইনের আগে পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিম আশরাফ। ২০১৭ সালে মৌসুমে আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম। টি-২০ ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিংক করেছিলেন লি। বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালিকে আউট করেছিলেন লি।

টি-২০ ইতিহাসের হ্যাট্টিকের তালিকা :

বোলার প্রতিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭
জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড) শ্রীলংকা কলম্বো ২০০৯
টিম সাউদি (নিউজিল্যান্ড) পাকিস্তান অকল্যান্ড ২০১০
থিসারা পেরেরা (শ্রীলংকা) ভারত রাঁচি ২০১৫
লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) বাংলাদেশ কলম্বো ২০১৬
ফাহিম আশরাফ (পাকিস্তান) শ্রীলংকা আবু ধাবি ২০১৭
রশিদ খান (আফগানিস্তান) আয়ারল্যান্ড দেরাদুন ২০১৮
লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) নিউজিল্যান্ড পাল্লেকেলে ২০১৯
মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) শ্রীলংকা লাহোর ২০১৯

আজকের বাজার/লুৎফর রহমান