‘ঢাকা ফোক ফেস্ট-২০১৬’ নিবন্ধন শুরু ১ নভেম্বর

ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যপী আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৬’। আগামী ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে সান ইভেন্টস।হোটেল ওয়েস্টিনে রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত তথ্য জানান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধুমাত্র অনলাইনে বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে উৎসব উপভোগ করা যাবে। তবে নিবন্ধন ছাড়া কেউ ভেন্যুতে প্রবেশ করতে পারবে না। ১ নভেম্বর থেকে শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া। এজন্য hakainternationalfolkfeat.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল/কলেজের আইডি কার্ড প্রয়োজন হবে। নিবন্ধন সফল হলে পরবর্তী নির্দেশনা অনু্যায়ী প্রবেশপত্র প্রিন্ট বা সংগ্রহ করতে হবে।

এছাড়া ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজ পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য। উৎসবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে গান। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও সরাসরি অনুষ্ঠান প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সান ইভেন্টসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার ইয়াসির আযমান, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমরানুল হক, মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিস সোনিয়া বশির কবির প্রমুখ।