দল থেকে ছিটকে গেলেন ধাওয়ান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়লেন ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান। তার পরিবর্তে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে সাঞ্জু স্যামসনকে।

ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট মুশতাক আলী ট্রফিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ধাওয়ান। ২১ নভেম্বর টুর্নামেন্টের একটি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।

ধাওয়ানের পরিবর্তে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। এ ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন, তবে খেলার সুযোগ পাননি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।

আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, সাঞ্জু স্যামসন।

আজকের বাজার/আরিফ