ধোনির ভাগ্য লেখা হয়ে গেছে

India's Mahendra Singh Dhoni looks at the sky as rain falls during the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

ইংল্যান্ড বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। ফলে ধোনির অবসর নিয়ে ক্রমশই বাড়ছে রহস্য। ধোনির ভবিষ্যৎ নিয়ে নিশ্চুপ ভূমিকায় বিসিসিআই। এ ব্যাপারে মুখ খুলছেন না ধোনি নিজেও।

বোর্ড ও ধোনির এমন রহস্যজনক অবস্থানের কারণে ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ধোনির ভবিষ্যৎ। তবে বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন, ধোনির ব্যাপারে কোনো লুকোচুরি নেই। ধোনির ভবিষ্যৎ নির্ধারণ করা হয়ে গেছে। তবে এখনই এ ব্যাপারে মুখ খুলছে না বিসিসিআই।গাঙ্গুলি বলেন, ‘এই ব্যাপারে স্বচ্ছতা রয়েছে আমাদের মধ্যে। কিন্তু কিছু ব্যাপারে প্রকাশ্যে কথা বলা যায় না। ধোনিকে নিয়ে আমাদের ভাবনা যথাসময়েই জানতে পারবেন আপনারা।’

এছাড়া ধোনির ব্যাপারে যে সিদ্ধান্তই নেওয়া হোক সেখানে স্বচ্ছতা রাখা হবে জানিয়ে গাঙ্গুলি বলেন, ‘বোর্ড, ধোনি ও নির্বাচকদের কাছে পুরো বিষয়টি একদম পরিষ্কার। ধোনির মতো একজন চ্যাম্পিয়নকে নিয়ে যখন কথা হয়, তখন পুরো বিষয়টি বন্ধ দরজার ভিতরে হওয়া উচিত। আর সেটাও খুব স্বচ্ছ এবং সকলেই জানে বিষয়টি কোথায় দাঁড়িয়ে রয়েছে।’

ধোনির ভাগ্য নির্ধারণ করা হলেও তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। ধোনির ব্যাপারে জানুয়ারির আগে আর কোনো প্রশ্ন না করার অনুরোধ করেন গাঙ্গুলি।

আজকের বাজার/আরিফ