নাটোরে মাদক বিরোধী সমাবেশ

যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে নাটোরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় নাটোর মহারাজা জগদিন্দ্রনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রতিষ্ঠানের গভর্ণিং বডি’র সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান প্রমূখ। সমাবেশে প্রতিষ্ঠানের বার্ষিক সাহিত্য,সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান