নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হল ক্যারিবীয়রা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি বিশাল জয় নিশ্চিত করল ভারত। সোমবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক দলকে ২৫৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সফরকারী ভারত।

টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য স্বাগতিক দলের সামনে ৪৬৮ রানের প্রায় অসম্ভব এক টার্গেট ছুড়ে– দেয় সফরকারী ভারত।

ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থদিন লাঞ্চের পরপরই মাত্র ৫১ রানে শেষ ছয়টি উইকেট হারায় ক্যারিবীয়রা। ফলে সর্বমোট ২১০ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিক ইনিংস। এতে বিরাট কোহলির দলের কাছে ২ ম্যাচের সিরিজে প্রথমবারের মত নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হয় ক্যারিবীয়রা।

এর মাধ্যমে শতভাগ সফলতা নিয়ে ক্যারিবীয় সফর সম্পন্ন করল ভারত। এর আগে ৩-০ ব্যবধানে টি-২০ এবং এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল সফরকারী দল।

পেসার মোহাম্মদ সামি ও স্পিনার ও রবীন্দ্র জাদেজা ফের তিনটি করে উইকেট দখল করেছেন। স্বাগতিক দলের হয়ে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সামরাহ ব্রুকস। আর ক্যারিবীয়দের শেষ উইকেট হিসেবে বিদায় নিয়ে সফরকারী দলের বিজয় উদযাপনকে ত্বরান্বিত করেছেন অধিনায়ক জেসন হোল্ডার। ব্যক্তিগত ৩৯ রানে জাদেজার বলে বোল্ড হন তিনি।

আজকর বাজার/লুৎফর রহমান