পাঁচবিবি থানার তিন পুলিশ সদস্য ক্লোজড

মাদক মামলার আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থানার তিন পুলিশ সদস‌্যকে ক্লোজ করা হয়েছে।

শনিবার বিকেলে তাদেরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

যাদের ক্লোজ করা হয়েছে তারা হলেন উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল আওয়াল ও থানার বেতার সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুক্তার হোসেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি থানার ওই তিন পুলিশ সদস্য আমজাদ হোসেন নামের এক মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। আমজাদকে ২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার ব্যবস্থা করেন একই জেলার নবাবগঞ্জ উপজেলার হাঁসের পাড়া গ্রামের মাফিদুল ইসলাম ও শাকিল হোসেন নামে দুই দালাল। তবে দাবিকৃত আড়াই লাখ টাকার মধ্যে অবশিষ্ট ৫০ টাকার জন্য দালালরা আমজাদকে চাপ দিতে থাকেন। আমজাদ হোসেন বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে বিভিন্ন মাধ্যমে তা জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবীর অবগত হন।

প্রাথমিক তদন্তে উল্লিখিত তিন পুলিশ সদস‌্যের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদেরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আজকের বাজার/এমএইচ