রাশিদ-মুজিবে কুপোকাত বাংলাদেশ, হারলো ২৬ রানে

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ১৩৯ রানে সব কটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর ফলে আফগানদের কাছে ২৬ রানের হার পেলো বাংলাদেশ।

প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ধুকতে থাকে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ ও সাব্বির ছাড়া কেউই উইকেটে বেশি সময় থাকতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এর আগে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা।

নবী ৫৪ বলে ৭টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৮৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন। এছাড়া আসগর আফগান করেন ৩৭ বলে ৪০ রান। আফগানের ইনিংসটি ২টি ছক্কা ও ৩টি চারে সাজানো।

টাইগারদের পক্ষে সাইফ উদ্দিন ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন। বাকি ২টি উইকেট পান সাকিব আল হাসান। তিনি দেন ১৮ রান।