রুবেলের হ্যাট্টিক

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তায় আবারো হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন। এই নিয়ে তৃতীয়বারের মত অসহায়দের খাবারের ব্যবস্থা করলেন রুবেল।

প্রথমবার গত ২৬ মার্চ মিরপুরে অসহায়-দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরন করেন। প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেয়াজ, লবন, তেল ও সাবান দিয়ে তার অসহায়দের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

এরপর গত মাসে নিজ জেলা বাগেরহাটে প্রায় ৪শ পরিবারকে খাবার দেওয়ার পাশাপাশি ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠান রুবেল। বাগেরহাট প্রশাসন রুবেলের পাঠানো থার্মোমিটার বিতরণ করেন।

সবমিলিয়ে তৃতীয় ও বাগেরহাটে দ্বিতীয়বারের মত বাগেরহাটে নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিলেন রুবেল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাসে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি। ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।’