রোহিঙ্গা শরনার্থী পরিদর্শনে বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন এরশাদ

মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে ও ত্রাণ বিতরনে বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাপা চেয়ারম্যান বিমানযোগে কক্সবাজার যাবেন। পরে সেখান থেকে সড়ক পথে উখিয়ার কুতুপালংয়ে রেজিঙ্গা শরনার্থী শিবির পরির্দশনে যাবেন এবং সেখানে সারাদিন ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব ও দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

তিনি জানান,সাবেক রাষ্ট্রপতির মঙ্গলবার কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদিন উখিয়ায় যাওয়ায় জাপা চেয়ারম্যান দিন পরিবর্তন করেছেন। ত্রাণ বিতরণ শেষে শুক্রবার ঢাকায় ফিরবেন এরশাদ।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী ও সুলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান মেহেজাবিন,আলমগীর সিকদার লোটন ও ফখরুল আহসান শাহজাদাসহ আরো অনেকে।

আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭