সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০ জনকে জরিমানা

সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় ১০ ড্রাইভারকে সোমবার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুটি সরকারি জিপ, তিনটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেলের ১০ জনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তামজিদ হোসেন এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভবিষ্যতে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন।

আজকের বাজার/লুৎফর রহমান