সুনীল গাভাস্করের রেকর্ড ছুঁলেন রোহিত!

মাহেন্দ্র সিং ধোনির শহরের হিটম্যান রোহিত! শনিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে ভারতীয় ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন রোহিত শর্মা৷ সিরিজে তিনটি সেঞ্চুরি করে সুনীল গাভাস্করের রেকর্ড ছুঁলেন মুম্বইয়ের এই ডানহাতি ওপেনার৷

ডেন পিয়েডেটকে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছন ‘হিটম্যান’৷ সেই সঙ্গে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়েন রোহিত৷ এদিন ১১৭ রানের অপরাজিত ইনিংসের পথে চার-চারটি ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমরন হেটমায়ারের রেকর্ড৷ এখনও পর্যন্ত সিরিজে ১৬টি ছয় মেরেছেন রোহিত৷ আর গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেটমায়ারের ১৫টি ছয় ছিল এতদিন এক সিরিজের সর্বাধিক৷

দলের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও মাত্র ১৩০ বলে ১৩টি বাউন্ডারি ও চারটি ছয় মেরে এদিন শতরান করেন রোহিত৷ তাঁর অপরাজিত সেঞ্চুরি ও অজিঙ্ক রাহানের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে শনিবার প্রথম দিনের শেষে ৩ উইকেটে ২২৪ রান তুলেছে ভারত৷ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা৷ দিনের শেষে রোহিত ১১৭ রানে এবং রাহানে ৮৩ রানে ক্রিজে রয়েছেন৷শুরুতেই তিন উইকেট হারালেও রোহিত ও অজিঙ্ক রাহানের ব্যাটে সহজেই দু’শো রান করে ভারত৷ সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে টস জিতে ভারত ব্যাটিং নিলেও শুরুটা মোটেও ভালো হয়নি বিরাটদের৷ আগের টেস্টে সেঞ্চুরিকারী ময়াঙ্ক আগরওয়াল এবং ডাবল সেঞ্চুরি হাঁকানে ক্যাপ্টেন কোহলিকে দ্রুত প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন প্রোটিয়া বোলাররা৷

মাত্র ৩৯ রানে তিন উইকেট হারায় ভারত৷ সিরিজের প্রথম টেস্টে বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি এবং পুণেতে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো আগরওয়াল ব্যক্তিগত ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন৷ কাগিসো রাবাদার বলে এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ময়াঙ্ক৷ এর পর শূন্য রানে রাবাদার শিকার চেতেশ্বর পূজারা৷ পুণেতে আগের টেস্টে ২৫৪ রানের ইনিংস খেলা কোহলি ব্যক্তিগত ১২ রানে নর্টজের বলে এলবিডব্লিউ হন৷এই পরিস্থিতিতে দলের হাল ধরে বিরাটের ডেপুটি রাহানে ও রোহিত৷ চতুর্থ উইকেটে অবিভক্ত ১৮৫ রান যোগ করে ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছে দেয় এই জুটি৷ এদিন সেঞ্চুরি করে সিরিজে তিনটি শতরানের মালিক হন রোহিত৷ ভারতীয় ওপেনার হিসেবে গাভাস্করের পর একই সিরিজে তিন বা তার বেশি সেঞ্চুরির মালিক হলেন মুম্বইয়ের এই ডানহাতি৷

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে স্বপ্নের প্রত্যাবর্তন করেন ‘হিটম্যান’৷ পুণেতে বড় রান করতে না-পারলেও রাঁচিতে এদিন কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করে টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলেন সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের ডেপুটি৷ এটি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি রোহিতের৷

আজকের বাজার/আরিফ