সড়ক অব্যবস্থাপনা নয়,পরিবহণ অব্যবস্থাপনা দায়ী: ওবায়দুল কাদের

দুই বাসের চাপায় হাত হারানো রাজীবের মৃত্যুর ঘটনায়  সড়ক অব্যবস্থাপনা নয়, পরিবহণ অব্যবস্থাপনাকে দায়ী করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাজীবের মৃত্যুর ঘটনায়  সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী। হতে পারে ওই ছেলেটাও (রাজীব) ভুল করতে পারে।তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যাপারে চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই। গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক? ’

আজকের বাজার/আরজেড