নতুন ব্যবসায়ীদের সহায়তায় কাজ করবো

শফিকুল ইসলাম ভরসা দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা করছেন। জারা ফ্যাশন পোশাক শিল্পের পরিচিত নাম। এ দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি, বন্ড সুবিধা, ডিউটি, এফবিসিসিআই নির্বাচনসহ নানা প্রসঙ্গে  আজকের বাজারের প্রতিবেদক  শেখ রিয়ালের সঙ্গে  খোলামেলা কথা বলেছেন।  তাঁর এই কথপোকথনের অনুলিখন তারই ভাষায় ছাপা হলো।

ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা
দেশের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা নিয়ে আমার কথা হচ্ছে ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা কিছুটা মন্থর। শুধু দেশের ব্যবসাই নয়; আন্তর্জাতিকভাবেও ব্যবসায় মন্দাভাব চলছে।  ব্রেক্স্রিট ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাবও পড়েছে । তবে আমাদের দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এখনও কিছুটা ভাল। আন্তর্জাতিক সমস্যার কারণে হয়তো একটু মন্দা অবস্থা সৃষ্টি হয়েছে। যেমন- এক্সপোর্ট কোর্স একটু কাম-ডাউন হয়েছে। ফরেন রেমিট্যান্সও কম আসছে। এই মুহূর্তে ব্যবসাটা একটু স্লো যাচ্ছে আর কী। আশা করি সমস্যা কাটবে দ্রুতই।

শিল্প সেক্টরের বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্যাস আর বিদ্যুৎ। বিশেষ করে গ্যাসের সমস্যাটা তীব্র হচ্ছে। আমাদের রিজার্ভ গ্যাসও কমে যাচ্ছে। সব মিলিয়ে এখন গ্যাস নিয়েই বেশি সাফার করতে হচ্ছে।

এফবিসিসিআই নির্বাচনে চ্যালেঞ্জ
গত কয়েক বছর ধরে মূল যে সাফারিংসটা হচ্ছে তা হলো, উচ্চ হারে ডিউটি। অথচ আমাদের দেশে কিছু পেপার আইটেম আছে; বিশেষ করে- আর্ট পেপার,  আর্ট কার্ড, সুইডিস বোর্ড, ডুপ্লেক্স বোর্ড এগুলোর কোনো মানসম্মত  প্রোডাকশন নেই। সত্যি বলতে ভ্যারাইটিজ প্রোডাক্টের এখনো কোনো উৎপাদন নেই। অথচ আমাদের দেশে অনেক বড় একটা ব্যবসায়ী অংশ রয়েছে যারা বড় অংকের ট্যাক্স দিচ্ছেন। অলমোস্ট ৬০-৬২ পার্সেন্ট ডিউটি দিয়ে  আমাদের মালমাল বাইরে  থেকে আনতে হচ্ছে। একইসঙ্গে আমাদের আরো একটা বড় প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। সেটা হচ্ছে ‘বন্ড’। ওয়্যার হাউজের মাধ্যমে গার্মেন্টসে যে পেপারগুলো লাগে তা অবাধে এসে  খোলা মার্কেটে বিক্রি হচ্ছে। যেটা ডিউটি ফ্রি। এটার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে গত কয়েক বছরে আমাদের ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।  আমরা যারা ডিউটি দিয়ে বা সব নিয়ম নীতি মেনে পণ্য এনে মার্কেটিং করছি তাদের বেশ সাফার করতে হচ্ছে।

চলতি বছর থেকে সরকারের কিছু ইনসেনটিভের কারণে আমরা যারা বাণিজ্যিকভাবে আমদানি করি তাদের জন্য একটু পজিটিভ সিচ্যুয়েশন দেখা দিয়েছে। আমাদের প্রধান চাওয়া হচ্ছে যেন নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা চালিয়ে যেতে পারি।  তবে এখন ব্যবসায় যেসব সমস্যা আমাদের সামলাতে হয় তা হলো, দেখা যায় একটা প্রোডাক্ট চট্টগ্রাম বন্দরে চলে এসেছে; এটা অ্যাসেসমেন্ট করতে গিয়ে কর্তৃপক্ষ আমাদের হ্যারাস করছে। ভ্যালুয়েশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, কর্তৃপক্ষ ওনাদের মনগড়া হায়ার ভ্যালুয়েশন ধরে বসেছেন। অথচ আমরা সব সময় আমদানি করছি, আমরা যারা প্র্যাকটিক্যাল আমরা তো বুঝি এটা কোন্ ধরনের ভ্যালু ক্যারি করে। আর কাস্টমস সব সময় হায়ার সাইটটা ইমপোজ করে আমাদের হ্যারাস করে।

এখন নতুন আরেকটা সমস্যা দেখা দিয়েছে তা হল্লে বিএসটিআইয়ে পণ্যের বাধ্যতামূলক পরীক্ষার নিয়ম করা হয়েছে। এটাতে আমাদের ঝামেলা হয়। এ ধরনের অনেক সমস্যার কারণে আমরা স্বাভাবিক গতিতে ব্যবসা করতে পারি না।

ব্যবসায় এফবিসিসিআই’র ভূমিকা
এফবিসিসিআই তো একটা কন্টিনিউয়াস প্রসেস। গ্রাসরুটস বিজনেসম্যান থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ী পর্যন্ত সবাই এখানকার মেম্বার। প্রতিনিয়ত ব্যবসায়ীদের সমস্যা নিয়েই এটার চলমান প্রক্রিয়া। ছোট বড় যে সমস্যাই আসুক এই সংগঠনের পক্ষ থেকে সবাই মিলে সরকারের সহায়ক শক্তি হিসেবে সমাধান করার চেষ্টা করবো।

প্রসঙ্গ এফবিসিসিআই নির্বাচন
এফবিসিসিআই ব্যবসায়ীদের সংগঠন। আমি নিজেও একজন ব্যবসায়ী। এখানের সমস্যাগুলো তো নানা সময়ে আমি নিজেও ফেস করেছি। বা অন্য ব্যবসায়ীরা এখন যেটা ফেস করছে সেটাও বুঝতে পারি। তাই আমি নির্বাচনে জয়ী হতে পারলে, দৃঢ় প্রতিজ্ঞা থাকবে ব্যবসায়ীদের সমস্যাগুলোর সমাধান আগে করা। যেন সব সময় তাদের নিয়ে কাজ করতে পারি।

এর আগেও আমাকে ব্যবসায়ীরা নির্বাচিত করেছেন।  আমি যতটা সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি চাইব যেন আবারও আমাকে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ দেন। আমার জানা মতে, ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ীদের  একটু বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা যারা তাদের প্রতিনিধিত্ব করছি তারা উদ্যোগী হয়ে দ্রুত ও যথাযথ গুরুত্ব দিয়ে তাদের সমস্যা সমাধানে চেষ্টা করবো।

নতুন ব্যবসায়ীদের জন্য বলার কথা
নতুন ব্যবসায়ীদের অবশ্যই আসতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায় এগোতে হলে নতুনদের অংশগ্রহণ খুবই জরুরি। যেমন, বাংলাদেশের আইটি সেক্টর বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে। এর জন্য নতুনদের কৃতিত্ব রয়েছে। হ্যাঁ। নতুন ব্যবসা শুরু করতে গেলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন- আমলাতান্ত্রিক জটিলতা, ট্রেড লাইসেন্স সংগ্রহে বাধা, ভ্যাট রেজিষ্ট্রেশন করতে বা টিন সার্টিফিকেট গ্রহণ করতে বেশ কিছু সমস্যা তাদের ফেস করতে হয়।  তারা যেন সহজে এ কাজগুলো করতে পারে সে ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে।

আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭