অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থেলার

অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিশেষ অবদানের জন্য এবার মার্কিন গবেষক রিচার্ড এইচ থেলারকে মনোনীত করেছে সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ৯ অক্টোবর সোমবার সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এ নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এ বছর অর্থনীতিতে নোবেলের জন্য সম্ভাব্যদের মধ্যে ছিলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রঘুরাম রাজন ও যুক্তরাষ্ট্রের কিছু অর্থনীতিবিদ।

১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। একবছর পর ১৯৬৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৭৯ জন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। আজকের নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার প্রদানের মৌসুম শেষ হলো।

পুরস্কার হিসেবে এই গবেষক ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

গতবছর এই পুরস্কার পান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঙ্গিত হমস্ট্রম। চুক্তি তত্ত্ব নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭