অসুস্থ গুরুর জন্য রোনালদোর ভালোবাসা

রোনালদোর মন ভালো নেই।আর থাকবেই বা কেন।তার সাবেক গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

রোনালদোর টুইট, ‘আমার ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে, প্রিয় বন্ধু। শক্ত হন, বস!’ এই টুইট বার্তায় ফার্গুসনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রোনালদো।

ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই তারকাখ্যাতি পেয়েছিলেন রোনালদো। ডেভিড বেকহামের শূন্যতা পূরণে স্পোর্টিং থেকে তাকে ওল্ড ট্রাফোর্ডে উড়িয়ে এনেছিলেন ফার্গুসন। ইউনাইটেডে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফার্গুসনের স্নেহধন্যও ছিলেন রোনালদো।

ইউনাইটেড কোচ হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারে ৩৯টি শিরোপা জয়ের পর ২০১৩ সালে অবসর নেন ফার্গুসন। ৭৬ বছর বয়সী সাবেক এই স্কটিশ কিছুদিন আগেও ওল্ড ট্রাফোর্ডে এসে আর্সেন ওয়েঙ্গারকে শুভেচ্ছা জানান। তখন বেশ সুস্থ ও চনমনে ছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জরুরি অস্ত্রোপচারের পর স্যালফোর্ড রয়্যাল হাসপাতালে নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন ফার্গি। ইউনাইটেডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচার ‘খুব ভালো ভাবে সম্পন্ন হয়েছে’ কিন্তু ফার্গুসনের ‘সুস্থ হয়ে উঠতে নিবিড় পরিচর্যার প্রয়োজন।’

আরজেড/