অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

বেনামে চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ এই জিডি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আসে। ওই চিঠির মাধ্যমেই তাকে হত্যার হুমকি দেয়া হয়।

চিঠিতে লেখা রয়েছে, ‘আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।’

২০১৭ সালের ডিসেম্বরেও একবার চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এর আগের বছর ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

আরএম/