আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু

স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের দলে শুদ্ধি অভিযান চালানো হবে, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে দলটির পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন পর্যন্ত জেলা ইউনিটের ৫০ শতাংশ সম্মেলন পরিচালনা করতে পেরেছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত শহর ও জেলা পর্যায়সহ ৩০টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সরকারি পদ পাওয়া সিনিয়র নেতাদের দলের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানা গেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকা উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায়, ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই বিভিন্ন শাখার সম্মেলন প্রায় সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক কাদের। এর ফলে পদের জন্য প্রতিযোগিতা বেড়েছে বলেও জানান তিনি।

পুনর্গঠিত আওয়ামী লীগ এখন আরো শক্তিশালী এবং সুসংহত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তথ্য-ইউএনবি

আজকের বজার/এমএইচ